অভিভাবকদের প্রতি –
সম্মানিত অভিভাবক,
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বীরপ্রসবিনী সাতকানিয়া কোলাহলমুক্ত মনোরম পরিবেশে সাঙ্গুর তীরে অবস্থিত এ শ্রেষ্ঠ বিদ্যালয়টি আপনাদের সবার সসহযোগিতার জ্ঞানের আলো ছড়িয়ে দেবার মহান ব্রতে প্রতিশ্রæতিবদ্ধ।
শিক্ষা একটি দর্শন।এর পরিধি জীবনের মতই ব্যাপক। ইহা অনন্ত সাধনার সামগ্রী। শিক্ষার সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য- ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ও মনুষ্যত্বের উন্মেষ ঘটানো।
শিক্ষা একটি ত্রিমেরু প্রক্রিয়া। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকা, এই ত্রিবিধ সম্পর্কের সঠিক সমন্বয়ে একজন শিক্ষার্থী তার জীবনের পরিপূর্ণতার বিকাশ ঘঠায়। শিক্ষার্থীর সর্বাঙ্গীন উন্নতিকল্পে বৎসরের শুরু থেকেই চলতে থাকে বিভিন্ন উন্নয়নমুখী পরিকল্পনা ও শিক্ষা কার্যক্রম। তৎমধ্যে ডায়েরী প্রকাশনার কার্যক্রম আন্তর্ভূক্ত। এটি শিক্ষার্থীর দৈনন্দিন কর্মসূচির দিক নির্দেশনা। এর মাধ্যমে উক্ত ত্রিবিধ সম্পর্ক স্থাপিত হয় এবং শিক্ষার্থীর মধ্যে নিয়ামনুবর্তিতার বহিঃপ্রকাশ ঘটে।আমি দৃড়ভাবে বিশ্বাস করি, ইহা শিক্ষার্থীর পাঠ প্রস্তুতি, সহপাঠক্রমিক কার্যাবলি. চরিত্র গঠনে যেমন পরম সহায়ক হবে, তেমনি আপনি আপনার সন্তানের বিদ্যালয়ের উপস্থিতি, অবনতি, অনুসন্ধিৎসা এবং তার ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে সজাগ থাকতে সক্ষম হবেন। তাছাড়া শিক্ষক/শিক্ষিকাগণ এর মাধ্যমে আপনার সুচিন্তিত পরামর্শ ও মতামত লাভ করে শিক্ষার্থীদের সুষ্ঠু পাঠদান এবং তাদের সুন্দর জীবন গঠনে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারবেন।
শিক্ষার্থী-শিক্ষক-শিক্ষিকা-অভিভাবকের নিরালস চেষ্টার ফলশ্রæতিতে আসে শিক্ষার্থী সাফল্য। তাই আসুন, আমাদের সকলে সমন্বিত প্রচেষ্টা এবং সমুহান দায়িত্ব পালনের মাধ্যমে জাতির আশা-আকাঙ্খা আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ এই কোমলমতি শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করে সু-শিক্ষিত, দায়িত্ববোধ সম্পন্ন আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার দৃঢ় শপথই হোক আমাদের অঙ্গীকার।
ধন্যবাদান্তে-
স¦পন কুমার দে
প্রধান শিক্ষক পুরানগড় শাহ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয়।