বাণী
সভাপতির কিছু কথা
সুধী,
নতুন বছরের সবাইকে শুভেচ্ছা। দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পুরানগড় শাহ্ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয় ১৯৫৫ সাল থেকে এলাকায় শিক্ষার আলো বিতরণ অনন্য ভূমিকা পালন করে আসছে। শিক্ষা মানবজীবনের অমূল্য সম্পদ এটা অনন্ত সাধনার বিষয় শিক্ষার লক্ষ্যই হচ্ছে আলোকিত মানুষ হওয়া। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আচরণের গুণগত ও পরিমানগত বৈচিত্র্য ও বৈশিষ্ট্যের সমন্বয় সাধনার মাধ্যমে চারিত্রিক ব্যক্তিত্ব সমুন্নত রাখা। একই সাথে স্বনির্ভর দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে বিকশিত করা। শিক্ষাবিদ JHON DEWEY এর মতে – Education is the fundamental method of social progress and returns the teacher is engaged not simple in training individuals but in the formation of the proper social life ’’ শিক্ষক সমাজ সংস্কার ও উন্নয়নের তথ্য জাতি গঠনে একটি পদ্ধতিগত দিক হিসেবে বিবেচনা করেছেন। শিক্ষা একটি ত্রিমুখী প্রক্রিয়া- শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক হলো এর নিয়ামক এ তিন এর সমন্বয়ে একজন শিক্ষার্থী তার জীবনে পরিপূর্ণতা লাভ করে, এ পরিপূর্নতা লাবের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে বছরের শুরু থেকে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়ে শ্রেনী কার্যক্রমের পাঠ প্রস্তুত করতে হয়। স্ব-স্ব ধর্মীয় অনুসাশনের মাধ্যমে নৈতিক চরিত্র গঠনে উদ্যেগ নিতে হয়। আর্দশ অভিভাবক ও আর্দশ শিক্ষকের যৌথ প্রচেষ্টায় কোমলমতি শিক্ষার্থী গড়ে উঠে সুমহান ব্যক্তিত্ব।
আমি আশা রাখি, সম্মানিত অভিভাবকবৃন্দ আপনাদের সন্তানের লেখাপড়া এবং নৈতিক চরিত্র গঠনে সবসময় সক্রিয় থাকবেনা। তাদের উৎসাহ দেবেন এবং শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন। একই সাথে সম্মানিত শিক্ষকমন্ডলী তাঁদের যথাযথ দায়িত্ব পালন করবেন।
আমাদের প্রানপ্রিয় শির্ক্ষাথীরা একদিন আদর্শ মানুষ হিসেবে জীবনে প্রতিষ্ঠা লাভ করে নিজের পরিবারে সমাজের তথা দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে এটা আমি দৃঢ় বিশ্বাস করি।
নতুন বছরে সবার সাফল্য কামনা করছি। সবাই ভালো থাকবেন।
সভাপতিবিদ্যালয় পরিচালনা পর্ষদ